Breaking News

ফিলিস্তিনে মসজিদে মদ-গানের আসর, ১৫ দিনের রিমান্ডে গ্রেপ্তার ডিজে সামা আব্দুল হাদি

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত ‘নবী মুস ‘ মসজিদে নাচ গান ও মদের আসর করায় ফিলিস্তিনের শীর্ষ ডিজে সামা আব্দুল হাদিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ১৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার রাতে ওই মসজিদটিতে নাচ গান ও মদের আসরের আয়োজন করে কয়েকজন তরুণ-তরুণী।সেখান থেকেই ডিজে সামা আব্দুলসহ আরো তিনজনকে গ্রেপ্তার করে ফিলিস্তিনের আইন-শৃঙ্খলা বাহিনী।

মসজিদে আয়োজিত নাচ গান ও মদের আসরের আয়োজনের ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ফিলিস্তিনিরা।

নাচ গান ও মদের আসরের আয়োজকরাই এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এতে দেখা যায়, কয়েকজন তরুণ-তরুণী ‘নবী মুসা মসজিদের’ ভেতরে উচু আওয়াজে পশ্চিমা সংগীতের সুরে গাইছে ও নাচছে৷ এর মধ্যেই পরিবেশন করা হচ্ছে মদ।

এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ফিলস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ। এতে জড়িত প্রমাণিত হলে সবারই শাস্তি পেতে হবে বলেও ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

About

Check Also

জিয়ার ‘খেতাব’ নিয়ে মুখ খুললেন জাফরুল্লাহ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের …

Leave a Reply

Your email address will not be published.